স্পোর্টস ডেস্কঃ সামনেই কাতার বিশ্বকাপ। ২০ নভেম্বর শুরু হওয়া এবারের বিশ্বকাপের আগে আজ প্রিমিয়ার লিগে শেষবারের মতো মাঠে নামে ম্যানচেস্টার সিটি। কিন্তু বিশ্বকাপ বিরতিতে যাওয়ার আগে হার দেখেছে পেপ গার্দিওলার দল। ইতিহাদ স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের বিপক্ষে শনিবার ২-১ গোলে হেরেছে সিটিজেনরা। সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা ১৬ ম্যাচ পর হারল সিটি।
সিটির মাঠে ম্যাচের ১৫তম মিনিটে ইভান টনির হেডে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। এই ফরোয়ার্ডের হেড আটকাতে পাারেনি স্বাগতিক গোলরক্ষক এদেরসন। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে গোলের দেখা পায় সিটি। ডান দিক থেকে কেভিন ডি ব্রুইনের কর্নারে উড়ে আসা বল দূরের পোস্টে ফাঁকায় থাকা ফিল ফোডেন প্রথম ছোঁয়ায় বুলেট গতির কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন।
নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ১০ মিনিট বাড়ানো হয় ম্যাচের স্থায়িত্ব। যোগ করা সময়ের অষ্টম মিনিটে প্রতিপক্ষের কর্নার সামলে পাল্টা-আক্রমণে গিয়ে জয়সূচক গোলটি করেন ব্রেন্টফোর্ডের টনি। ডান দিক থেকে সতীর্থের গোলমুখে বাড়ানো বল অনায়াসে জালে পাঠান তিনি।
১৪ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ব্রেন্টফোর্ড। আগামী বড়দিনের আগ পর্যন্ত আর তাদের কোনো ম্যাচ নেই লিগে। ২৬ ডিসেম্বর ব্রেন্টফোর্ড খেলবে টটেনহ্যামের বিপক্ষে। আর সিটির খেলা ২৯ ডিসেম্বর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০