বিশ্বকাপ বিরতির আগে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের

0
76

স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপের আগে আর লা লিগায় খেলা নেই রিয়াল মাদ্রিদের। বৃহস্পতিবার রাতে বিশ্বকাপ বিরতির আগের ম্যাচে কাদিজের বিপক্ষে খেলেছে সান্তিয়াগো বার্নাব্যুর দলটি। কার্লো আনচেলত্তির দল জয় পেয়েছে ২-১ গোলে। জিতলেও বার্সেলোনার চেয়ে পয়েন্টে পিছিয়ে তারা। এই জয়ে শীর্ষে থাকা কাতালানদের সঙ্গে ব্যবধান কমাল রিয়াল। ১৪ ম্যাচে কাতালান দলটির ৩৭ পয়েন্ট, মাদ্রিদের দলটির ৩৫।

প্রথমার্ধের শেষদিকে এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুসের ক্রস থেকে হেডে জালে পাঠান অরক্ষিত এদের মিলিতাও। ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্রুস। ভিনিসিউস জুনিয়রের শটে প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বলে আসে বক্সের বাইরে, আর বুলেট গতির ভলিতে ঠিকানা খুঁজে নেন ৩২ বছর বয়সী ফুটবলার।

ম্যাচের শেষদিকে এসে ব্যবধান কমায় কাদিজ। দারুণ দক্ষতায় বল পেয়ে জালে পাঠান লুকাস পেরেজ। খানিক পরে সমতায় ফেরার ভালো সুযোগ হাতছাড়া করে দলটি। রিয়ালের গোলপোস্ট ফাঁকা পেয়েও কাদিজের এক ডিফেন্ডার হেড উড়ান উপর দিয়ে।

লিগে দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেল রিয়াল। এর আগে জিরোনার সঙ্গে ১-১ ড্র করেছিল তারা। এরপর গত রাউন্ডে রায়ো ভায়োনোর মাঠে ৩-২ গোলে হেরেছিল মাদ্রিদের দলটি। বার্সা সে সুযোগ কাজে লাগিয়ে শীর্ষস্থান দখলে নেয়। বিশ্বকাপ বিরতির আগ পর্যন্ত শীর্ষেই আছে জাভি হার্নান্দেজের দল, দুইয়ে রিয়াল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here