স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ ব্যর্থতায় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্টিত হওয়া টি-২০ বিশ্বকাপে সুপার এইটেও যেতে পারেনি লঙ্কানরা।
বিশ্বকাপ ব্যর্থতার পরপরই দেশটির ক্রিকেট প্রশাসনে ঝড় ভয়ে যায়। কোচিং স্টাফের সদস্যরা দায়িত্ব ছাড়েন। নির্বাচক কমিটিও ভেঙে দেওয়া হয়। আলোচনা-সমালোচনার ঝড় ভয়ে যায়। সাবেক ক্রিকেটাররাও সমালোচনা মুখর হন।
বিশ্বকাপে দলের ব্যর্থতায় দায় নিজের কাঁধে নিয়ে অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। দেশটির গণমধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে। টি-২০ বিশ্বকাপের আগে ওয়ানডে বিশ্বকাপেও ব্যর্থ হয়েছিলো দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post