স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের মাঝপথে পুরো ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করলো শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়। বিশ্বকাপে ভারতের বিপক্ষে লজ্জাজনক পারফর্ম্যান্সের পর পুরো বোর্ডকেই ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে নিয়োগ দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন একটি কমিটি।
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রামানসিংহে এক বিবৃতিতে ১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে অন্তর্বর্তী চেয়ারম্যান করার কথা জানিয়েছেন। এএফপির জানিয়েছে, রামানসিংহের কার্যালয় থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্রীড়ামন্ত্রী রোশান রামানসিংহে অন্তর্বর্তী কমিটি গঠন করেছেন।’
রামানসিংহে গত শুক্রবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের গভর্নিং বডিকে “বিশ্বাসঘাতক এবং দুর্নীতিবাজ” অভিহিত করে বলেন, বোর্ড সদস্যদের পদত্যাগ করা উচিত। এরপরেই পদত্যাগ করেছিলেন ক্রিকেট বোর্ড সেক্রেটারি। আর তার দুদিন পরেই পুরো ক্রিকেট বোর্ড বরখাস্তের নতুন এই সিদ্ধান্তের কথা জানা গেল।
আজ শ্রীলঙ্কা ডেইলি মিররের খবরে বলা হয়, রানাতুঙ্গাকে চেয়ারম্যান করে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছেন ক্রীড়ামন্ত্রী। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক প্রেসিডেন্ট উপালি ধর্মদাসা, অবসরপ্রাপ্ত বিচারক এস আই ইমাম, রোহিণী মারাসিংহে ও ইরাঙ্গানি পেরেরা, আইনজীবী রাকিথা রাজাপাকশে এবং ব্যাবসায়ী হিশাম জামালদিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post