স্পোর্টস ডেস্কঃ ফ্রান্সের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন ক্রিস্তোফার এনকুনু। বিশ্বকাপ শুরুর আগে দলীয় অনুশীলনে চোট পেয়েছেন এই ফরোয়ার্ড। ফ্রান্স ফুটবল তার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে। এর আগে ফরাসীরা হারিয়েছে প্রেসনেল কিম্পেম্বেকে। স্কোয়াডে চোটের কারণে ছিলেন না মূল ভরসা পল পগবা ও এনগেলো কন্তে।
এনকুনুর চোট প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, ‘এনকুনু বিশ্বকাপে খেলতে পারবেন না। মঙ্গলবার অনুশীলন শেষের আগেই চলে গেছেন লাইপজিগের এই স্ট্রাইকার। তিনি বাঁ হাঁটুতে চোট পেয়েছেন। সন্ধ্যায় রেডিওলজিক্যাল পরীক্ষার পর দুর্ভাগ্যজনকভাবে জানা যায়, তন্তু ছিঁড়ে গেছে।’
আগামী ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ফ্রান্স। ‘ডি’ গ্রুপের বাকি দুই দল ডেনমার্ক ও তিউনিসিয়া। আসর শুরুর আগে একাধিক ফুটবলার হারানো ফ্রান্সের জন্য বড় ধাক্কা।
আগামী ২০ নভেম্বর স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবলের সবচেয়ে বড় আসরের। ২০ বছর পর এশিয়ার মাটিতে হচ্ছে বিশ্বকাপ ফুটবল। সবশেষ ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজন করেছিল এ টুর্নামেন্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০