স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ শুরুর আগে হাতে সেলাই পড়েছে বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের। গত রাতে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন তিনি। এবার জানা গেছে শরিফুলের হাতে ৬ সেলাই পড়েছে। বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী এক ভিডিও বার্তায় বাঁহাতি এই পেসারের চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছেন।
দেবাশীষ বলছেন, ‘শেষ ওভারে একটি বল ঠেকাতে গিয়ে বাঁ-হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়েছে শরীফুলের। মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দুই দিন পর আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।’
নিউইয়র্কে গত রাতে টস জিতে আগে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভারে ১৮২ রানের পুঁজি পায়। রান তাড়ায় ১২২ রানের বেশি করতে পারে নি বাংলাদেশ। লজ্জার হার ছাপিয়ে টাইগার শিবিরে এখন শরিফুলকে নিয়ে শঙ্কা জেগেছে। ম্যাচে নিজের শেষ ওভারটি করার সময় হার্দিক পান্ডিয়ার একটি ফিরতি বল ঠেকাতে গিয়ে নিজের বোলিং হাতে চোট পান শরিফুল। সেই সময় আর বোলিং করতে পারেননি ৩.৫ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেওয়া এই পেসার।
বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ জুন। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্রের ডালাসে হবে ম্যাচটি। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১০ জুন। নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচ ১৩ জুন সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্সে। গ্রুপের শেষ ম্যাচ ১৭ জুন নেপালের বিপক্ষে। সেটাও হবে সেন্ট ভিনসেন্টে। এদিকে আসর শুরুর আগে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে টাইগাররা। সেখানে র্যাঙ্কিংয়ে ঢের পিছিয়ে থাকা দলটির বিপক্ষে সিরিজ হেরে বসে নাজমুল হোসেন শান্তর দল। এরপর বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচটি একই দলের বিপক্ষে খেলার কথা ছিল। কিন্তু বাজে আবহাওয়ার জন্য ম্যাচটি মাঠে গড়ায় নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post