বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে কাতার পৌঁছাবে নেইমাররা

0
5

স্পোর্টস ডেস্কঃ সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২১ নভেম্বর পর্দা ওঠবে, বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াযজ্ঞ বিশ্বকাপ ফুটবলের। যেখানে অংশ নিতে যাওয়া ৩২টি দল ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। স্বাগতিক হিসেবে কাতার সবার আগেই নাম লেখায় বিশ্বকাপে। এর বাইরে বাছাই খেলে প্রথম দল হিসেবে বিশ্বকাপে নাম লেখায় ব্রাজিল।

পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপের জন্য ধীরে ধীরে তৈরি হচ্ছে। তবে বিশ্বকাপ প্রস্তুতির জন্য কোনো এশিয়ান অঞ্চল না, ইউরোপকেই বেছে নিচ্ছে দলটি। বিশ্বকাপ শুরুর আগে ইউরোপের কোনো দেশে এক সপ্তাহের ক্যাম্প করবে তিতের শিষ্যরা। আর বিশ্বকাপে অংশ নিতে, আসর শুরুর মাত্র এক দিন আগে অর্থাৎ ১৯ নভেম্বর কাতার পৌঁছাবে দলটি। মূলত ফুটবলারদের সুবিধার্তেই এই সিদ্ধান্ত।

ব্রাজিল ফুটবলের কো-অর্ডিনেটর জুনিনহো পওলিস্তা বলেন, ‘আমরা ইউরোপে ফুটবল ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছি। এর কারণ হলো, ইউরোপে খেলা আমাদের খেলোয়াড়রা দ্রুত অনুশীলন ক্যাম্পে এসে উপস্থিত হতে পারে। মাত্র এক সপ্তাহ রেখেছি, প্রস্তুতির জন্য। আশা করছি অনুশীলন আমাদের অনেক উপকারে আসবে।’

গেল ২০১৮ রাশিয়া বিশ্বকাপের আগে নিজ দেশে ক্যাম্প শুরু করেছিল ব্রাজিল। পরবর্তীতে সেই ক্যাম্প ইংল্যান্ডে স্থানান্তর করে দলটি। টটেনহ্যাম হটস্পারের মাঠে অনুশীলন করেন নেইমাররা। ১০ দিন সেখানে কাটিয়ে পরবর্তীতে রাশিয়া উড়াল দেয় দলটি।

এবারও ইউরোপকেই বেছে নিয়েছে ব্রাজিল। তবে কোন দেশ এখনও নিশ্চিত করা হয়নি। ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৪ নভেম্বর থেকে। সেদিন রাতে সার্বিয়ার বিপক্ষে খেলবে দলটি। ‘জি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ যথাক্রমে সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here