স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের অম্ল-মধুর অভিযান শেষে দেশে ফেরার পথে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে গত মঙ্গলবার সকালে। সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরে এবারের বিশ্বকাপ শেষ করে লাল সবুজের প্রতিনিধিরা। নাজমুল হোসেন শান্তরা এখন আছেন দেশের পথে।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের রোমাঞ্চকর জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হেরে যায় টাইগাররা। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মত সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ। সুপার এইটের লড়াইয়ে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হেরে যায় শান্তর দল।
টানা দুই হারে খাদের কিনারে যাওয়া বাংলাদেশের কিছু সমীকরণে সেমিফাইনালে খেলার সুযোগ তৈরি হয়েছিল। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে দারুন বোলিংয়ে আফগানিস্তানকে ১১৫ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। সেমিফাইনালে যেতে হেলে ১২ দশমিক ১ ওভারে ১১৬ রান করতে হতো টাইগারদের। কিন্তু সেই টার্গেট স্পর্শ করার জন্য দ্রুত রান তোলার কোনো মনমানসিকতাই দেখা যায়নি বাংলাদেশ দলের মধ্যে। সেমিফাইনালে ওঠার সমীকরণের পেছনে না ছুটে ধীরলয়ে ম্যাচ জয়ের পথ বেছে নেয় তারা। তারপরও বৃষ্টি আইনে ৮ রানে হেরে যায় তারা।
এদিকে বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশ দলকে বহনকারী বিমান শুক্রবার (২৮ জুন) সকাল ৮ টায় ঢাকায় অবতরণের কথা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে দলের সঙ্গে বিশ্বকাপ স্কোয়াডে থাকা দুই সদস্য লিটন দাস ও সৌম্য সরকার ফিরছেন না। একদিন পর ২৯ জুলাই তাদের ফেরার কথা রয়েছে। দেশে ফেরার পর দুই সপ্তাহের লম্বা ছুটি পাবেন শান্ত-লিটনরা। এরপর তাদের চট্টগ্রামে চলমান টাইগার্স ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। ছুটিতে যাবেন জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরা। দুবাই থেকে যে যার মতো ছুটিতে যাবেন চন্ডিকা হাথুরুসিংহেরা। আগামী ১৯ জুলাই তাদের দেশে ফেরার কথা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post