স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের আগে দুঃসংবাদ শুনল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দলের দুই তারকা বোলার ছিটকে গেছেন চোটের কারণে। বৃহস্পতিবার এক বিবৃতিতে অ্যানরিখ নরকিয়া ও সিসান্দা মাগালার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যথা পেয়ে মাঠ ছাড়ার আগে পাঁচ ওভার বোলিং করেন নরকিয়া। এই পাঁচ ওভারে নরকিয়া রান দেন ৫৮। এরপর মাঠে থেকে চলে যান তিনি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তাদের বিবৃতিতে জানিয়েছিল চোট খুব বেশি গুরুতর নয় নরকিয়ার। তবে এরপর আর তাঁকে দেখা যায় নি অস্ট্রেলিয়া সিরিজে।
বিশ্বকাপের আগের আসরেও খেলা হয় নি নরকিয়ার। ২০১৯ সালের আসরে বুড়ো আঙুলের চোটের কারণে খেলতে পারেননি তিনি। এবার ডানহাতি এই পেসার কোমরের নিচের অংশে পাওয়া চোটে বিশ্বকাপে খেলছেন না। একইসঙ্গে নিগেল চোটে পড়া মাগালাকেও দেখা যাবে না বিশ্বকাপে।
ইতোমধ্যে নরকিয়া-মাগালার বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। নরকিয়ার বদলি হিসেবে রাখা হয়েছে অ্যান্ডিলে ফেহলুকায়োকে। একইসঙ্গে মাগালার বদলে রাখা হয়েছে লিজার্ড উইলিয়ামসকে। যিনি ওয়ানডেতে মাত্র এক ম্যাচের অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন। ২০২১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচটি খেলেছিলেন লিজার্ড।
দক্ষিণ আফ্রিকার দল- টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, জেরাল্ড কোয়েৎজি, মার্কো জেনসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, কাগিজো রাবাদা, তাবরাইজ শামজি, ফর ডার ডুসেন, অ্যান্ডিলে ফেহলুকায়ো ও লিজার্ড উইলিয়ামস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০