বিশ্বকাপ শেষ শানাকার

0
53

স্পোর্টস ডেস্কঃ ভারত বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তারকা এই অলরাউন্ডার ছিটকে যাওয়ায় লঙ্কানদের স্কোয়াডে বদলি খেলোয়াড় হিসেবে নেওয়া হয়েছে চামিকা করুনারত্নেকে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শানাকার ছিটকে যাওয়া ও চামিকার স্কোয়াডে ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি শানাকার বদলি হিসেবে চামিকাকে অনুমোদন দিয়েছে।

বিবৃতিতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বলছে, ‘২৩টি ওয়ানডে খেলা করুণারত্নকে শানাকার রিপ্লেসমেন্ট হিসেবে দলে নেওয়া হয়েছে। ডান উরুর পেশিতে ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শানাকা। গত ১০ অক্টোবরও ইনজুরি নিয়ে পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ খেলেছিলেন তিনি। চোট থেকে সেরে উঠতে তার কমপক্ষে তিন সপ্তাহ লাগবে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০২ রানে হেরে আসর শুরুর পর পাকিস্তানের বিপক্ষে ৩৪৪ রান করেও হেরে যায় শ্রীলঙ্কা। ১০ দলের বিশ্বকাপে পয়েন্ট টেবিলে এখন সাত নম্বরে আছে তারা। নিজেদের পরের ম্যাচে লক্ষ্ণৌতে আগামী সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ১৯৯৬ আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা্র বিশ্বকাপ দল- কুসল মেন্ডিস (অধিনায়ক*), কুসল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্থ, দুনিথ ভেলালাগে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা ও চামিকা করুনারত্নে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here