নিজস্ব প্রতিবেদকঃ ভারত বিশ্বকাপে খেলা হচ্ছে না ওয়ানিন্দু হাসারাঙ্গার। শ্রীলঙ্কার এই অলরাউন্ডার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন। ফলে খেলতে পারেন নি পুরো এশিয়া কাপে। এবার জানা গেল আগামী মাস থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপেও খেলতে পারবেন না তিনি।
শ্রীলঙ্কা দলের সবচেয়ে বড় তারকা হাসারাঙ্গা সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন। এ কারণে সবশেষ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে খেলতে পারেননি তিনি। টুর্নামেন্টটির সর্বোচ্চ রান (২৭৯) ও সর্বাধিক উইকেট সংগ্রাহকও (১৯) হয়েছিলেন তিনি। এশিয়া কাপ মিস করা হাসারাঙ্গা পুনর্বাসনে থাকা অবস্থায়ও চোট পেয়েছেন।
আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করতে বলা হয়েছে ক্রিকেট বোর্ডদেরকে। সেই পর্যন্ত হাসারাঙ্গার অপেক্ষায় থাকার কথা ছিল শ্রীলঙ্কার। তবে দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, তাঁকে ছাড়াই শ্রীলঙ্কা দল বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে রওনা দেবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর ভারতে যাবে লঙ্কানরা।
এদিকে চোটের জন্য বিশ্বকাপে অনিশ্চিত শ্রীলঙ্কার মহেশ থিকসানা-দুষ্মন্ত চামিরা। এবার হাসারাঙ্গার না থাকা দলটির বোলিং আক্রমণকে দুর্বল করেছে। আইপিএল খেলার সুবাদে ভারতের উইকেটে খেলতে অভ্যস্ত স্পিন অলরাউন্ডার হাসারাঙ্গা। ভারতে গিয়ে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দাসুন শানাকার দল। প্রস্তুতি পর্বে আরেকটি ম্যাচ খেলার কথা রয়েছে লঙ্কানদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post