স্পোর্টস ডেস্কঃ একের পর এক নিউজিল্যান্ডের ক্রিকেটার চোটে পড়ছেন। সবশেষ গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন দলটির দুই ক্রিকেটার ম্যাট হেনরি ও জিমি নিশাম। এই ম্যাচটি চোটের কারণে খেলতে পারেন নি পেসার লকি ফার্গুসন। আগে থেকেই নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
আগামী শনিবার বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে কিউইরা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে দলটিতে আপাতত ১০ জন ক্রিকেটার আছেন ফিট। অর্থাৎ চোট পাওয়া কেউ যদি শনিবারের আগে না ফেরেন তাহলে একাদশ সাজাতেই হিমশিম খেতে হবে তাসমান সাগরপাড়ের দেশটিকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল বোলিংয়ের সময় হ্যামেস্ট্রিংয়ের চোটে পড়েন হেনরি। নিজের ষষ্ঠ ওভারের তৃতীয় বল করে মাঠ ছেড়ে যান এই পেসার। এরপর নিউজিল্যান্ডের বোলিংয়ের সময় আর মাঠে ফেরেননি তিনি। এবার জানা গেল, বিশ্বকাপ শেষ তাঁর। এদিকে হেনরির পরিবর্তে কাইল জেমিসনকে ডাকা হয়েছে বিশ্বকাপ দলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। সেরে উঠতে অন্তত দুই থেকে চার সপ্তাহ লাগবে হেনরির। সেক্ষেত্রে এই বিশ্বকাপে আর খেলার সম্ভাবনাই নেই এই পেসারর। এদিকে এই রিপোর্ট পাওয়ার আগে কিউই দলের সঙ্গে যুক্ত করা হয় জেমিসনকে। এবার তাকে আনুষ্ঠানিকভাবে হেনরির বদলি ঘোষণা করা হলো।
হেনরির ছিটকে যাওয়া স্বাভাবিকভাবেই হতাশ কোচ গ্যারি স্টেড, ‘দীর্ঘদিন ধরে ম্যাট আমাদের ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ অংশ ছিল। তার বাদ যাওয়াটা খুবই হতাশাজনক। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে আইসিসির শীর্ষ দশে ওডিআই বোলারদের মধ্যে স্থান পাওয়া তার ক্লাস এবং দক্ষতার প্রমাণ। এছাড়া, ম্যাট একজন দুর্দান্ত টিমম্যান এবং আমরা সবাই তার ব্যক্তিত্ব এবং অভিজ্ঞতা মিস করতে যাচ্ছি।’
Discussion about this post