নিজস্ব প্রতিবেদকঃ ঘনিয়ে আসছে ক্রিকেট মহারণ ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত প্রতিযোগিতা। বুধবার থেকে আইসিসির এই মেগা আসরের সেমিফাইনাল শুরু হচ্ছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি উপভোগের জন্য হাজার হাজার দর্শকের মাঝে উপস্থিত ইংলিশ ফুটবলের কিংবদন্তী ডেভিড বেকহাম। ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে তিনি ভারত সফরে এসেছেন। ২০০৫ সাল থেকে তিনি আন্তর্জাতিক এ সংস্থাটির সঙ্গে কাজ করছেন সাবেক এ ফুটবলার।
ভারত-নিউজিল্যান্ড ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। এদিন দু’দলই অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে। ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। ম্যাচ শুরুর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির বেকহাম। ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকরের সঙ্গে রয়েছেন তিনি। দুই দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে দেখা গেছে তাঁকে।
এদিকে চার বছর আগে, ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিলো ভারত-নিউজিল্যান্ড। সেবার কিউইদের কাছে হেরে বিদায় নিতে হয়েছিলো ভারতকে। চার বছর পর আবারও মুখোমুখি দুই দল এবং এবার ভারতের সামনে প্রতিশোধ নেয়ার দারুণ সুযোগ। চলতি বিশ্বকাপে প্রথম পর্বে ৯ ম্যাচ খেলে একটিতেও হারেনি স্বাগতিক ভারত। আর প্রতিপক্ষ নিউজিল্যান্ড হেরেছে ৪ ম্যাচে।
সেমিফাইনাল ম্যাচ শুরুর আগে আলোচনায় এসেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ বদলানোর বিষয় নিয়ে। ব্রিটিশ সংবাদমাধ্যমে ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে পিচ বদলে ফেলেছে ভারতের কিউরেটররা। প্রতিবেদনটিতে এটাও বলা হয়েছে, ভারত যদি ফাইনালে ওঠে তাহলেও পরিবর্তন করা হবে পিচ। ভারতীয় একাধিক গণমাধ্যম দাবি করেছে, ম্যাচের আগে পিচের ঘাস কেটে ফেলা হয়েছে। এমনটি আজ টস শেষে ভারত অধিনায়ক রোহিত বলেন, ‘ভালো একটি উইকেট।’ এই উইকেট একটু ধীরগতির মনে করেন তিনি। ভালো একটি ম্যাচের আশা তাঁর।
ভারত একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
নিউজিল্যান্ড একাদশ- ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।