স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া। এবারের আসরে স্বাগতিক ভারতকে কাঁদিয়েছে অজিরা। রোববার আহমেদাবাদের ফাইনালে তারা ম্যাচ জিতেছে ৬ উইকেটের বড় ব্যবধানে। তাসমান সাগরপাড়ের দেশটির রেকর্ড হেক্সা জয়ে বড় অবদান ট্রাভিস হেডের। বিশ্বকাপ ফাইনাল ইতিহাসে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছেন তিনি।
বিশ্বকাপ না জিতলেও আইসিসি এবারের বিশ্বকাপ সেরা একাদশে জায়গা করে নিয়েছেন ৬ ভারতীয় ক্রিকেটার। প্যাট কামিন্সের নেতৃত্বে অজিরা বিশ্বকাপ জিতলেও এই একাদশের অধিনায়কত্বে নাম আছে রোহিত শর্মার। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড থেকে এসেছেন ১ জন করে। অস্ট্রেলিয়ার ২ জন জায়গা করে নিয়েছেন এই একাদশে। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি। ঘোষিত দলে চমক ছিল রাচীন রবীন্দ্রের না থাকা।
আসরে রোহিত রান করেছেন ৫৪.২৭ গড়ে ৫৯৭। আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। আইসিসির দেয়া একাদশে ইনিংসের সূচনা করবেন তিনি। তার সঙ্গী হিসেবে আছেন কুইন্টন ডি কক। পুরো আসরে সবচেয়ে বেশি (চারটি) সেঞ্চুরি হাঁকানো এই বাঁহাতি করেন ৫৯.৪০ গড়ে ৫৯৪ রান। তিনে রাখা হয়েছে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হওয়া বিরাট কোহলিকে। পুরো আসরে ৯৫.৬২ গড়ে ৭৬৫ রান করেছেন কোহলি।
চার নম্বরে আছেন ড্যারিল মিচেল। সেমিফাইনাল ম্যাচে সেঞ্চুরি করে দল জেতাতে না পারলেও ৬৯ গড়ে ৫৫২ রান করেছেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। পাঁচ নম্বরে আইসিসি রেখেছে লোকেশ রাহুলকে। ফাইনালে হাফ সেঞ্চুরি পাওয়া রাহুল আসরে ৭৫.৩৩ গড়ে করেছে ৪৫২ রান। ছয়ে আছেন এই বিশ্বকাপে একমাত্র ডাবল সেঞ্চুরি হাঁকানো গ্লেন ম্যাক্সওয়েল। আসরে ৬৬.৬৬ গড়ে ৪০০ রান করেন তিনি। ৫৫ গড়ে নেন ৬ উইকেট।
সাতে থাকা রবীন্দ্র জাদেজা ৪০ গড়ে করেন ১২০ রান, বল হাতে নেন ২৪.৮৭ গড়ে ১৬ উইকেট। বোলারদের মধ্যে আইসিসি রেখেছে সবচেয়ে বেশি উইকেট পাওয়া চার বোলারকেই। এরা হলেন মোহাম্মদ শামি, অ্যাডাম জাম্পা, দিলশান মাদুশাঙ্কা এবং জসপ্রীত বুমরাহ (২০ উইকেট)। আর এই তালিকায় পাঁচ নম্বরে থাকা জেরাল্ড কোয়েটজে (২০ উইকেট) আছেন দ্বাদশ ব্যক্তি হিসেবে।
আইসিসির বিশ্বকাপ একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, দিলশান মাদুশঙ্কা, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ। দ্বাদশ ক্রিকেটার- জেরাল্ড কোয়েটজে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০