বিশ্বকাপ হবে বাংলাদেশে, সরাসরি খেলবে সালমা-জ্যোতিরা

0
56

স্পোর্টস ডেস্কঃ ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে দিন কয়েক আগেই। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া দল। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আবারও আয়োজিত হবে ২০২৪ সালে। আর সেই আসরের আয়োজক বাংলাদেশ।

ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায়, সরাসরি সেখানে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। সালমা-জ্যোতিদের সাথে আরও ৭টি দল নিশ্চিত করেছে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা। সেই সাতটি দল হলো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, উইন্ডিজ ও পাকিস্তান।

এর মধ্যে সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুটি আলাদা গ্রুপের সেরা তিন দলের তালিকায় থাকায় বিশ্বকাপে সরাসরি খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড ও উইন্ডিজ। আর এর বাইরে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সপ্তম দল হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে পাকিস্তান। বাংলাদেশ স্বাগতিক দেশ হিসেবে সরাসরি খেলা নিশ্চিত করেছে।

আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তবে বিশ্বকাপ হবে দশ দলের। আসরের বাকি দুটি দল নিশ্চিত হবে কোয়ালিফায়ার থেকে। আর সেই কোয়ালিফায়ারের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও, ২০২৪ সালের শুরুর দিকে হতে পারে। মূল বিশ্বকাপ বসবে ২০২৪ সালের সেপ্টেম্বরে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here