স্পোর্টস ডেস্ক: টি-২০ বর্তমানে বিশ্বকাপ জয়ী দল ওয়েস্টইন্ডিজ। সেই বিশ্ব জয়ী ক্যারিবীয়ানরা এবার ধবল ধোলাইয়ের শিকার হলেন পাকিস্তানের কাছে। তিন ম্যাচের টি-২০ সিরিজে পাকিস্তান ক্যারিবীয়ানদেরকে হারিয়েছে ৩-০ ব্যবধানে।
সিরজিের শেষ ম্যাচে পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় বিশ্ব চ্যাম্পিয়নরা। আবুধাবির শেখ জায়েধ স্টেডিয়ামে নির্ধারিত ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান। সর্বোচ্চ ৪২ রানের ইনিংসে অপরাজিত থাকেন মারলন স্যামুয়েলস। পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার ইমাদ।
১শ ৪ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ২৯ বল ও আট উইকেট হাতে রেখেই টপকে যায় পাকিস্তান। দলীয় ৪০ রানের মধ্যে দুই ওপেনার শারজিল খান (১১) ও খালিদ লতিফ (২১) আউট হলেও বাবর আজম ২৭ ও শোয়েব মালিক ৪৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দু’টি উইকেটই নেন পেসার কেসরিক উইলিয়ামস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০