স্পোর্টস ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ক্রিকেট ফ্রাঞ্চাইজি স্যাম্প আর্মি। আবুধাবি টি-টেন লিগে খেলা এই ফ্র্যাঞ্চাইজিটি মার্কিন যুক্তরাষ্ট্রের গণ্ডি ছড়িয়ে এবার বিশ্বব্যাপী তথা ইউরোপ, আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে নাম লেখাতে চায়।
স্যাম্প আর্মি ইতিমধ্যেই অংশ নিয়েছে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক, ইন্ডিয়ান মার্স্টার্স টি- টেন, ইন্ডিয়ান ডমিনেটর্স কাপ, এপিএল টুর্নামেন্ট ও আবুধাবি টি-টেন লিগে।
ভারত-সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি এবছর জিম্বাবুয়ের জিম আফ্রো টি-টেন, ইউরো টি-টেন ও লঙ্কা টি-টেনে অংশ নিবে। বিশ্বের চার মহাদেশে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া দলটিতে খেলেছেন এনরিখ নরকিয়া ও মঈন আলীর মতো বড় ক্রিকেট তারকারাও।
বিশ্বজুড়ে নিজেদের অস্তিত্ব বাড়িয়ে তোলা স্যাম্প আর্মির মালিক ঋতেশ প্যাটেল বলেন, ‘বিশ্বের অন্যতম বড় ফ্রাঞ্চাইজি হয়ে ওঠা স্যাম্প আর্মির জন্য অনেক গর্বের। আমরা সব মহাদেশে নিজেদের অস্তিত্বের জানান দিতে বদ্ধ পরিকর ছিলাম। এখন আমরা এখান থেকে বড় জায়গায় যাওয়ার চেষ্টা করব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা