বিশ্বমানের ফুটবলার পিকেকে মিস করবে ফুটবল- আর্তেতা

0
81

স্পোর্টস ডেস্কঃ ফুটবলকে বিদায়ের ঘোষণা দিয়েছেন জেরার্ড পিকে। শনিবারই আলমেরিয়ার বিপক্ষে বার্সেলোনার হয়ে শেষ ম্যাচটি খেলবেন তিনি। ২০০৪ সাল পর্যন্ত বার্সেলোনা যুব খেলোয়াড় ছিলেন পিকে। ওই বছর যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। চার বছর ওল্ড ট্রাফোর্ডে কাটানোর পর বার্সায় ফিরে যান আবার। বার্সেলোনায় ৮ লা লিগা, ৩ চ্যাম্পিয়ন্স লিগ ও ৭ কোপা ডেল রে জিতেছেন পিকে। গোল করেছেন ৫২টি।

বিশ্বমানের ফুটবলার পিকেকে মিস করবে ফুটবল, এমনটাই জানিয়েছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তিনি জানান, ফুটবলকে অনেক কিছু দিয়েছেন ৩৫ বছর বয়সী পিকে। এই ফুটবলারের অবসর প্রসঙ্গে আর্তেতা বলেন, ‘কী বলব, বুঝতে পারছি না। অবিশ্বাস্য তার ক্যারিয়ার, সে অসাধারণ একজন মানুষ। এই খেলাটিকে সে অনেক কিছু দিয়েছে।’

আর্তেতা আরো বলেন, ‘যেহেতু সে এই সিদ্ধান্ত নিয়েছে, আমি নিশ্চিত অনেক ভেবেই নিয়েছে। ফুটবল তাকে মিস করবে এবং আমি মনে করি সে একজন বিশ্বমানের খেলোয়াড়।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here