‘বিশ্বমানের বোলিং করেছে’ হাসান মাহমুদ- তামিম

0
68

স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডকে ইংল্যান্ডের মাটিতে সিরিজে হারিয়েছে বাংলাদেশ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০তে স্বাগতিকদের হারায় টাইগাররা। দুর্দান্ত সিরিজ জয়ের ম্যাচে শেষ ওভারে দারুণ বল করেছেন পেসার হাসান মাহমুদ।

আইরিশদের জয়ের জন্য ৬ বলে দরকার ছিল ১০ রান, হাতে ছিল ৩ উইকেট। চাপের মুখে হাসান ৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। ৪ রানের জয় পায় বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবালের চোখে এটি বাংলাদেশের ‘বিরলতম’ জয়।

তামিম বলেন, ‘যদি আপনার হাতে ভালো বোলিং আক্রমণ থাকে, তাহলে অধিনায়কত্ব করা খুবই সহজ। এখন দলে যারা আছেন তাদের নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। পেস বোলাররা যারা তারা খুবই ভালো করছে। এখানে কয়েকজন নেই। যেমন তাসকিন চোটে আছে। সে অনেক উন্নতি করেছে। আমাদের বোলিং আক্রমণ এখন খুবই ভালো।’

হাসানের প্রশংসায় তামিম বলেন, ‘এই মুহূর্তে সে বিশ্বমানের বোলিং করছে। বিশেষ করে নতুন বলে সে দুর্দান্ত, ডেথ বোলিংয়েও। বয়সে এখনো তরুণ, কিন্তু বোঝাপড়ার দিক থেকে পরিপক্ব। চাপে শান্ত থাকতে পারে। অনুশীলনে আপনি হাজারো বল করতে পারেন। কিন্তু এ ধরনের পরিস্থিতিতে সঠিক কাজটি করতে পারাটা বিশেষ কিছু।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here