নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশাল পেল টানা চতুর্থ জয়। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশালের ২৩৮ রানের জবাবে ১৭১ রানে শেষ হয়েছে রংপুর রাইডার্সের ইনিংস। আগে ব্যাট করতে নামা বরিশালের হয়ে সেঞ্চুরি করেন ইফতিখার আহমেদ। পাকিস্তানি এই ব্যাটারের ব্যাট থেকে আসে ৪৫ বলে ঠিক ১০০ রান। অধিনায়ক সাকিব আল হাসান ৪৩ বলে করেন ৮৯ রান।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৬ রান তুলতেই ৪ উইকেট হারায় বরিশাল। এমন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন সাকিব-ইফতিখার। এই দুই অভিজ্ঞ ব্যাটারের ১৯২ রানের জুটিতে আবারও ম্যাচে ফেরে বরিশাল।২৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ইফতিখার। আর সেঞ্চুরি পূর্ণ করেছেন ৪৫ বলে। শেষ পর্যন্ত ৪ চার ও ৯ ছক্কায় ৪৫ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন তিনি। আর সাকিব অপরাজিত ছিলেন ৯ চার ও ৬ ছক্কায় ৪৩ বলে ৮৯ রান করে।
সাকিব-ইফতিখার অবিচ্ছিন্ন জুটিতে ১৯২ রান যোগ করেন। পঞ্চম উইকেটে এটি বিপিএলের সেরা জুটি তো বটেই, টি-টোয়েন্টি ক্রিকেটেই বিশ্বরেকর্ড! আগের রেকর্ড ছিল ১৭১ রানের। ২০২০ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে বার্মিংহামের হয়ে নর্থ্যাম্পটনশায়ারের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট পড়ার পর ১৭১ রানের জুটি গড়েন অ্যাডাম হোস ও ড্যান মুজলি।
এদিকে বিপিএলে যেকোনো উইকেটে তৃতীয় সর্বোচ্চ জুটিতে ভাগ বসালেন সাকিব-ইফতিখার। ২০১৭ সালে রংপুর রাইডার্সের ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম দ্বিতীয় উইকেটে গড়েছিলেন ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি। তালিকায় দুইয়ে আছে ২০১৩ সালে খুলনার বিপক্ষে রাজশাহীর লু ভিনসেন্ট ও শাহরিয়ার নাফীসের ১৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post