স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।২০৫ রানের লক্ষ্যে ইনিংসের একেবারে শেষ ওভারে ২৯ রানের প্রয়োজন ছিল কলকাতার জয়ের জন্য। হাতে ছিল তিন উইকেট। যশ দয়ালের করা শেষ ওভারের প্রথম বলে উমেশ যাদব এক রান নিলে স্ট্রাইক পান রিংকু।
এরপর যা করে দেখালেন রিংকু, তা অবিশ্বাস্য, অকল্পনীয়! শেষ ৫ বলে টানা ৫ ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। রোববার শেষ ৫ বলে ২৮ রান লাগতো জিততে। কিন্তু দয়ালকে টানা পাঁচ ছক্কা হাঁকিয়ে সেই রান এনে দেন রিংকু। ২১ বলে ৪৮ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।
রিংকুর মতো এভাবে শেষ পাঁচ বলে পাঁচ ছক্কায় ম্যাচ জেতানো আইপিএলের ইতিহাসে তো বটেই, ক্রিকেট ইতিহাসেই বিরল। আইপিএলে শেষ ওভারে এত রান নিয়ে জয়ের, নতুন ইতিহাস গড়েছেন এই তরুণ। অবশ্য এমন কাণ্ড ঘটিয়ে ফেলবেন, সেটা নিয়ে কোনো ভ্রুক্ষেপই ছিল না রিংকুর। ম্যাচ শেষে জানিয়েছেন, একেবারে স্বাভাবিক ছিলেন। তবে বিশ্বাস ছিল তিনি পারবেন।
রিংকু বলেন, ‘বিশ্বাস ছিল যে আমি এটা পারব। গেল বছর লখনৌতে আমি একই অবস্থানে থেকে একটি ম্যাচ খেলেছিলাম। তখনও নিজের ওপর বিশ্বাস ছিল। উইকেটে গিয়ে তেমন কিছুই চিন্তা করিনি আমি। শটগুলো শুধু একটার পর একটা খেলেছি। শেষের শটটি পেছনের পায়ে ভর করে, পেছনের হাত দিয়ে খেলেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা