স্পোর্টস ডেস্ক:: রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া লিগামেন্টের ইনজুরিতে পড়েছেন। তার বিকল্প হিসেবে নতুন একজন গোলরক্ষক নিয়েছে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির দল চেলসি থেকে ধারে দলে ভিড়িয়েছে কেপা আরিসাবালাগাকে।
এক বছরের জন্য চেলসির এই গোলরক্ষক এসেছেন রিয়াল মাদ্রিদ। ক্লাবটি এক বিবৃতিতে সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। চেলসির এই গোলরক্ষক ২০২৩-২৪ পুরো মৌসুমই খেলবেন আনচেলত্তির দলের হয়ে।
২৮ বছর বয়সী কেপা ২০১৮ সালে অ্যাথলেটিক বিলবাও থেকে রেকর্ড ৭ কোটি ১০ লাখ পাউন্ডের বিনিময়ে চেলসিতে। বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক তিনিই। এখন পর্যন্ত তাকে টপকাতে পারেননি কেউ। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যাচ খেলেছেন ১৬৩টি।
বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার চেলসির হয়ে একটি করে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন। রিয়ালের হয়ে আগামি শনিবার আলমেরিয়ার বিপক্ষে অভিষেক হতে পারে কেপার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/ডেস্ক/০০
Discussion about this post