বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে দর্শকদের ‘চুপ’ করিয়ে দেওয়াই লক্ষ্য- কামিন্স

0
27

নিজস্ব প্রতিবেদকঃ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আসন সংখ্যায় ১ লাখ ৩০ হাজার মানুষ একসাথে খেলা দেখতে পারেন। এই মাঠেই আগামীকাল বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে সফল দল- অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবে এত দর্শকের মধ্যে খেলা সহজ হবে না অজিদের। তবে দলটির অধিনায়ক প্যাট কামিন্স সমর্থককে ‘চুপ’ করিয়ে দেওয়াই লক্ষ্য বলে জানিয়েছেন।

কামিন্স মনে করেন, অস্ট্রেলিয়া নিজেদের সেরাটা দিতে পারলে ভারতীয়দের তারা নাড়িয়ে দিতে পারেন। পুরো গ্যালারি দর্শক থাকাকে ভালোভাবেই দেখছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কামিন্স বলেন, ‘আমরা জানি, গ্যালারি একদম ঠাসা থাকবে। ১ লাখ ৩০ হাজার দর্শক ভারতকেই সমর্থন করবেন। ব্যাপারটা দারুণ। তারা এই টুর্নামেন্টে অসাধারণ খেলছে, এখনও অপরাজিত। তবে আমরা জানি, নিজেদের সেরাটা দিতে পারলে আমরা ওদেরকে ভালোই নাড়িয়ে দিতে পারব। গত কয়েক বছরে ওদের সঙ্গে আমরা নিয়মিতই খেলেছি এবং সাফল্য পেয়েছি। সব মিলিয়েই দারুণ একটি ফাইনালের আবহ গড়ে উঠছে।’

কামিন্স আরও বলেন, ‘আমাদের এটিকে (বিশাল দর্শক) সাদরে গ্রহণ করতে হবে। এখানকার দর্শক অবশ্যই ভারতের পক্ষে থাকবে। তবে এমন বিশাল দর্শককে চুপ করিয়ে দিতে পারার চেয়ে স্বস্তির কিছু হতে পারে না। কাল এটাই আমাদের লক্ষ্য থাকবে। আমাদের এটিকে মেনে নিতে হবে। ফাইনালের যেকোনো পরিস্থিতিই মেনে নিতে আমরা প্রস্তুত। রাতে অনেক চিৎকার-চেঁচামেচি হবে। এখানে উল্লাসে ভেসে যাওয়া যাবে না। আপনাকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলেই ভালো করতে পারবেন। চেষ্টা করতে হবে কোনো দুঃখ ছাড়াই যেন শেষ করতে পারেন।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here