বিশ্বের সেরা পাঁচে মিরাজ

0
49

স্পোর্টস ডেস্ক: অভিষেক টেস্টেই বাজিমাত করেছেন তরুণ টাইগার মেহেদী হাসান মিরাজ। বল হাতে বিশ্বের শক্তিশালী দল ইংল্যান্ডকে বেশ ভুগিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেন তিনি।

জাতীয় দলে অভিষেকে প্রথম টেস্ট খেলতে নেমেই অনন্য কিছু রেকর্ড গড়েছেন তরুণ অলরাউন্ডার মিরাজ। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এখন মিরাজই একমাত্র বোলার যিনি সবচেয়ে কম বয়সে নিজের অভিষেক টেস্টে ৬ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন।

বাংলাদেশের হয়ে রেকর্ড করা মিরাজ বিশ্ব ক্রিকেটে ৪ নম্বরে। অভিষেক টেস্টে সবচেয়ে কম বয়সে পাঁচ বা তার বেশি উইকেট শিকারিদের তালিকায় সবার উপরে রয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ বছর ১৯৬ দিন বয়সে ৬ উইকেট শিকার করেন কামিন্স।

এই তালিকায় ইংলিশদের বিপক্ষে বাজিমাত করে ৪র্থতে আছেন বাংলাদেশের এই তরুণ তুর্কি।

তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ খান আফ্রিদি। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮ বছর ২৩৬ দিন বয়সে ৫ উইকেট শিকার করেন তিনি।

পাঁচ উইকেট শিকার করে এই তালিকার তৃতীয় অবস্থানে আছেন পাকিস্তানের শহীদ নাজির। ১৯৯৬ সালে ১৮ বছর ৩১৯ দিন বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি এই কীর্তি গড়েন।

চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ১৮ বছর ৩৬১ দিন বয়সে এই কীর্তি গড়েন তিনি। ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন মিরাজ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here