বিশ্ব ক্রিকেটে আইপিএলের জন্য আড়াই মাস ছাড় দিলো আইসিসি

0
13

স্পোর্টস ডেস্ক:: ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের জন্য আড়াই মাস ছাড়তে হলো আইসিসিকে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আইপিএলের জন্য আড়াই মাস সময় নিয়েছে। এই আড়াই মাস আন্তর্জাতিক ক্রিকেট বন্ধই থাকবে কার্যত।

এমনকি দ্বি-পাক্ষিক সিরিজ গুলোও পড়ে যাবে এর আওতায়। বিসিসিআই অন্যান্য দেশগুলোর বোর্ডের সঙ্গে কথা বলে আইপিএল চলাকালে তাদের সূচি বন্ধ রাখতে বলছে। যাতে করে সব দেশের তারকা ক্রিকেটাররা আইপিএলে অংশ নিতে পারেন।

ক্রিকেট সমর্থকদের জন্য চমক দেওয়া এই তথ্য খোদ জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ এই কর্তা জানিয়েছে, আইপিএলের জন্য আইসিসি থেকে আড়াই মাসের উইন্ডো নিয়েছেন তারা। অর্থাৎ ভারতীয় এই লিগ চলাকালে থমকে দাঁড়াবে আন্তর্জাতিক ক্রিকেট।

বছরের ১২ মাসের মধ্যে আড়াই মাসই কেড়ে নেবে আইপিএল। বাদবাকী সাড়ে দশ মাস চলবে আন্তর্জাতিক ক্রিকেট। তার ওপর অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগতো রয়েছেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য আড়াই মাস ফাঁকা রেখেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ফিউচার ট্যুর প্ল্যান করছে।

আইসিসি থেকে আড়াই মাস ফাঁকা রাখার বিষয়টি নিশ্চিত করে ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের সচিব জয় শাহ্ সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে আলোচনা হয়েছে এবং আমি নিশ্চিত ভাবে জানাতে পারি যে পরবর্তী বছর থেকে আইপিএলের জন্য আইসিসির দিক থেকে আড়াই মাসের উইন্ডো বরাদ্ধ থাকবে। এই উইন্ডো বাড়ানোর কারণ হল, আমরা চাই সেরা আন্তর্জাতিক ক্রিকেটাররা সবাই আইপিএল খেলুক। এ নিয়ে আইসিসির পাশাপাশি বিভিন্ন দেশের বোর্ডের সঙ্গেও কথা হয়েছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here