বিশ্ব ক্রিকেটে ইতিহাস গড়লেন কটন

0
79

স্পোর্টস ডেস্ক:: শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-২০ ম্যাচ দিয়ে ইতিহাস গড়লেন কিম কটন। আইসিসির টেস্ট খেলুড়ে দুই দেশের ম্যাচে প্রথমবারের মতো দেখা গেলো নারী আম্পায়ার। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের পুরুষদের টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক ম্যাচে এতোদিন কোনো নারী আম্পায়ারের দায়িত্ব পালন করেননি।

ডুনেডিনে বুধবার শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের ম্যাচে সেই ‘রেকর্ড’ গড়লেন কটন কিম। তিনি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন। ক্যারিয়ারে আন্তর্জাতিক অনেক ম্যাচই তিনি পরিচালনা করেছেন, তবে তার সবগুলোই নারীদের আন্তর্জাতিক ম্যাচ ছিলো।

নারীদের ৫৪টি আন্তর্জাতিক টি-২০ ও ২৪টি ওয়ানডে ম্যাচে কটন কিম দায়িত্ব পালন করেছেন। এবার পুরুষদের আন্তর্জাতিক ম্যাচেও দায়িত্ব পালন করলেন তিনি। এর আগে ২০২০ সালে ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচে অবশ্য টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন।

নিউজিল্যান্ডের এই নারী আম্পায়ারের অভিজ্ঞতার ঝুলিতে আছে বিশ্বকাপও। ২০১৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে আইসিসির নারী টি-২০ ও ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং করেছিলেন। কিম কটন প্রথম নারী আম্পায়ার হিসেবে ২০২১ সালে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ পরিচালনা করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here