নিজস্ব প্রতিবেদক:: ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন লিটন দাস। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতার প্রতীক তিনি। দেশ এবং দেশের বাইরে দারুণ খেলছেন এই ব্যাটার। তার পুরস্কারও পেলেন। চলতি বছর সারা বিশ্বের ক্রিকেটারদের মধ্যে তিনি সবার আগে এক হাজারি ক্লাবে পৌঁছেছেন।
ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে রাতে তিনি এই মাইল ফলক স্পর্শ করেন। অফ স্ট্যাম্পের বাইরে পাওয়া পেসার অ্যান্ডারসন ফিলিপসের বলটি পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে দেন তিনি। আর সেই সাথে ২০২২ সালের প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণ মিলিয়ে এক হাজারি ক্লাবে পৌঁছান তিনি।
বছর জুড়ে দারুণ খেলছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনিও পারেননি সবার আগে হাজারি ক্লাবে পৌঁছাতেন। পাকিস্তানের এই অধিনায়ক ছাড়াও শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা, অজি ব্যাটার উসমান খাজাদের পেছনে ফেলেছেন বাংলাদেশের এই ব্যাটার।
ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে আগের ১৫ ম্যাচের ২০ ইনিংসে তার সংগ্রহ ছিলো ৪৯.৮০ গড়ে ৯৯৬ রান। রাতে যা পেরিয়ে পৌঁছে যান হাজারের ঘরে। তিন শতকের সঙ্গে আছে ছয়টি অর্ধশতকও। ক্যারিয়ার সেরা ১৪১ রানের ইনিংসও খেলেছেন এই সময়ের মধ্যে।
লিটনের পরেই আছেন সংযুক্ত আরব-আমিরাতের ভৃত্য অরবিন্দ। এই বছর ওয়ানডে ও টি-২০ মিলিয়ে এখন পর্যন্ত ২৩ ম্যাচে ৯৪৫ রান করেছেন এই ব্যাটার। পাকিস্তানের বাবর আজম আছেন তিনি। ১০ ম্যাচের ১২ ইনিংসে এ বছর এখন পর্যন্ত তিনি করেছেন ৯১৩ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০