বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশ

    0
    41

    স্পোর্টস ডেস্ক: ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ডকে মাত্র তিন দিনেই টেস্টে হারিয়েছে বাংলাদেম। শক্তিশালী ইংল্যান্ড ব্যাটিং লাইনকে এক সেশনেই ধ্বস নামায় বাংলাদেশের বোলাররা। ১০৮ রানেল বিশাল জয়ে প্রথম বারের মত ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

    বাংলাদেশের এমন বিজয় অর্জন রোববার দেখেছে ক্রিকেট বিশ্ব। যা নিয়ে আলোচনায় বিশ্ব গণমাধ্যম গুলো। বিশ্বের প্রায় শীর্ষগুলো গণমাধ্যমই বাংলাদেশের এ বিজয়কে প্রাধান্য নিয়ে শিরোনাম করেছে। মূল সংবাদে জায়গা দিয়েছে ঐতিহাসিক এ বিজয়কে।
    ২৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইংলিশরা ১৬৪ রানেই গুটিয়ে যায়। উদ্বোধনী জুটিতে ১০০ রান তুললেও শেষ ৬৪ রানেই ১০ উইকেট হারায় অ্যালিস্টার কুক বাহিনী।

    ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো তাদের প্রধান শিরোনামে লিখেছে, এক সেশনে ১০ উইকেট ফেলে বাংলাদেশের ঐতিহাসিক জয়।

    দ্যা গার্ডিয়ান লিখেছে, ইংল্যান্ডের ধ্বসে বাংলাদেশের ঐতিহাসিক জয় সিরিজ ড্র। দ্যা টেলিগ্রাফ লিখেছে, সেরা একটি মুহূর্ত বাংলাদেশের। ডেইলি মেইল লিখেছে, বাংলাদেশের কাছে ইংল্যান্ডের বিপদজনক হার। বিবিসি লিখেছে, ইংল্যান্ড ধ্বসে ঐতিহাসিক জয় তুলে নিল বাংলাদেশ।

    ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব ওয়েবসাইটের প্রধান শিরোনামেই লিখেছে, বাংলাদেশের জয়ে ক্রিকেটের বিজয়। অস্ট্রেলিয়ান আরেক সংবাদ মাধ্যম ফক্স স্পোর্টস লিখেছে, ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো জয়ে সিরিজে সমতা বাংলাদেশের। সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, টেস্ট ম্যাচে নাকাল হলো ইংল্যান্ড।

    বাংলাদেশের কট্টর সমালোচক ভারতের সবগুলো সংবাদ মাধ্যমই বড় করে  লেখা হয়েছে এই বিজয়কে। হিন্দুস্তান টাইমস তাদের প্রধান শিরোনামে লিখেছে, ১০৮ রানের জয়ে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম বিজয়। এনডিটিভি লিখেছে, মেহেদি হাসানের দুর্দান্ত পারর্ফমে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here