স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে হারিয়ে দিল উরুগুয়ে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার ২-০ গোলে জিতেছে উরুগুইয়ানরা। রোনালদ আরাউহো গোল করার পর ব্যবধান বাড়ান দারউন নুনেজ। তাতে টানা জয়ে ছেঁদ পড়ল লিওনেল মেসিদের। টানা ১৪ জয়ের পর হারল তারা।
বুয়েন্স অ্যাইরসে পুরো ম্যাচে ৬৩ শতাংশ বল দখলে নিয়ে ১২টি শট মারে আর্জেন্টিনা, যার তিনটি ছিলো লক্ষ্যে। ৩৭ শতাংশ বল দখলে রেখে ৬ শটের ২টা লক্ষ্য রেখে দুইটাই গোলে ঢুকায় উরুগুয়ে। বাছাইপর্বে এবার ৬ষ্ঠ ম্যাচে গিয়ে প্রথম হার দেখল মেসির আর্জেন্টিনা। হারলেও ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দুইয়ে উরুগুয়ে।
গত বছর কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর টানা ১৪ ম্যাচ জিতে উড়ছিল আর্জেন্টিনা। তাদেরকে এবার মাটিতে নামাল উরুগুয়ে; আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার কৌশল মেলে ধরে। বাছাইয়ে টানা চার জয়ের পর প্রথম হারল আর্জেন্টিনা। লিওনেল মেসি পারলেন না দলের ত্রাতা হয়ে উঠতে।
৪১তম মিনিটে আর্জেন্টিনা সমর্থকদের স্তব্ধ করে দেয় উরুগুয়ে। বাঁ দিকে মলিনার কাছ থেকে বল কেড়ে নিয়ে বাইলাইনের একটু উপর থেকে বক্সে ক্রস বাড়ান মাতিয়াস ভিনা। ক্লিয়ার করতে পারেননি আর্জেন্টিনার কোনো ডিফেন্ডার। রোনালদ আরাউহোর কোনাকুনি শটে পরাস্ত এমিলিয়ানো মার্টিনেজ। লিওনেল স্কালোনির দল পিছিয়ে থেকে যায় বিরতিতে।
ম্যাচে ফিরতে মরিয়া আর্জেন্টিনাকে ৮৭ মিনিটে স্তব্ধ করে দেন নুনেজ। নিজেদের অর্ধে মেসির কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে যান দে লা ক্রুজ। রিভার প্লেট তারকা নিকোলাস ওতামেন্ডি ও ক্রিশ্চিয়ান রোমেরোকে ফাঁকি দিয়ে পাস বাড়ান নুনেজের দিকে। আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন লিভারপুল তারকা, উল্লাসে মাতে উরুগুয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post