স্পোর্টস ডেস্কঃ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দিল আফগানিস্তান। বিশ্বকাপে ইংলিশদের আজ ৬৯ রানে হারিয়েছে আফগানরা। রোববার দিল্লিতে আগে ব্যাট করে ২৮৪ রান করে তারা। জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার জনি বেয়ারেস্টর উইকেট হারায় ২০১৯ বিশ্বকাপজয়ীদের। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট পড়ছে তাদের।
দ্বিতীয় ওভারে প্রথম বল করতে আসেন ফজল হক ফারুকি। তার প্রথম বলেই এলবিডব্লিউর জোরালো আবেদন ওঠে। আম্পায়ার আঙ্গুল তুলে দেন। রিভিউ নেন বেয়ারেস্ট। কিন্তু তাতে তিনি সফল হলেন না। মাত্র ২ রান করেই ফিরতে হলো সাজঘরে। এরপর ডেভিড মালান এবং জো রুট মিলে গড়েন ৩১ রানের জুটি।
স্পিনার মুজিব-উর রহমানের বলে বোল্ড হয়ে যান জো রুট। ১৭ বলে ১১ রান করেন তিনি। ডেভিড মালান এবং হ্যারি ব্রুক মিলে ৩৫ রানে রজুটি গড়ে তোলেন। কিন্তু এবার ডেভিড মালান ভুল করে বসেন। মোহাম্মদ নবির বলে এক্সট্রা কভারে ইবরাহিম জাদরানের হাতে ক্যাচ দেন তিনি। ৩৯ বলে ৩২ রান করেন মালান।
অধিনায়ক জস বাটলারের ওপর ছিল অনেক বড় দায়িত্ব। কিন্তু তিনিও পারলেন না আফগান বোলিংয়ের সামনে টিকতে। পেসার নাভিন-উল হকের পেসে বোল্ড হয়ে গেলেন ইংলিশ অধিনায়ক। ৯১ রানের মাথায় পড়ে চতুর্থ উইকেট। এরপর তাদের শেষ ভরসা হয়ে ছিলেন হ্যারি ব্রুক। তবে তিনিও পারলেন না। যদিও ফিফটি হাঁকিয়েছেন তিনি।
এর আগে আফগানিস্তানের হয়ে ফিফটি হাঁকান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইকরাম আলীখিল। টস হেরে আগে ব্যাট করতে নেমে অসাধারণ সূচনা করেছিল আফগানরা। তবে ১১৪ থেকে ১২২ রানের মধ্যে ৩ উইকেটের পতনে থমকে যায় তাদের ইনিংস। ইকরাম ৫৮ রান করার ফলে শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ২৮৪ রানে অলআউট হয় তারা।
ইব্রাহিম জাদরান ৪৮ বলে ২৮ রান করে ফিরে গেলে গুরবাজকে সঙ্গ দিতে আসেন রহমত শাহ। তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। আউট হয়েছেন ৩ রান করে। দুজনকেই ফিরিয়েছেন আদিল রশিদ। এরপর গুরবাজ ৫৭ বলে ৮০ রান করে আউট হলে আফগানিস্তানের বড় রান নিয়ে শঙ্কা জাগে। আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি আউট হয়েছেন ১৯ রান করে।
আজমতউল্লাহ ওমরজাই ১৯ ও মোহাম্মদ নবি ৯ রান করে ফিরলে চাপে পড়ে আফগানিস্তান। সেখান থেকেই দলকে টেনে তুলেছেন রশিদ খান ও ইকরাম আলী খিল। এই দুজনে সপ্তম উইকেটে যোগ করেছেন ৪৩ রান। রশিদ ২২ বলে ২২ করে আউট হলেও ইকরাম খেলেন ৬৬ বলে ৫৮ রানের দায়িত্বশীল ইনিংস। এ ছাড়া মুজিব উর রহমানের ১৬ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসে লড়াইয়ের পুঁজি পেয়েছে আফগানরা।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন আদিল রশিদ। ২টি উইকেট পেয়েছেন মার্ক উড। একটি করে উইকেট নিয়েছেন রিস টপলি, জো রুট ও লিয়াম লিভিংস্টোন। রান তাড়া করতে নেমে একশোর আগে ৪ উইকেট হারিয়ে বসা ইংলিশরা শেষ পর্যন্ত আর পারে নি জয়ের হাসি হাসতে। লিয়াম লিভিংস্টোনকে ফিরতে হয়ে ১০ রানে। স্যাম কারানকে সাজঘরের পথ দেখিয়েছেন নবি। বাঁহাতি এই ব্যাটার করেছেন ১০ রান।
ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ৪৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ব্রুক। তরুণ এই ব্যাটার থাকায় খানিকটা স্বপ্ন বেঁচে ছিল ইংল্যান্ডের। তবে ৬৬ রান করা ব্রুককে ফিরিয়ে ইংলিশদের ম্যাচ থেকে ছিটকে দেন মুজিব। ডানহাতি এই স্পিনারের ক্যারম বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে থাকা ইকরাম আলীখিলকে ক্যাচ দিয়েছেন। শেষদিকে আদিল রশিদের ২০ এবং মার্ক উডের ১৮ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে ইংল্যান্ড।
আফগানিস্তানের হয়ে মুজিব ও রশিদ তিনটি করেউইকেট নিয়েছেন। ২ উইকেট নেন নবি। ১টি করে উইকেট নেন ফজলহক ফারুকি ও নবিন উল হক। ইংল্যান্ডের বিপক্ষে যে কোনো সংস্করণে প্রথম জয়ের স্বাদ পেয়েছে আফগানিস্তান। বিশ্বকাপে এটি তাদের দ্বিতীয় জয়। একই সঙ্গে বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ হারের পর অবশেষে জয়ের স্বাদ পেল রশিদ-নবিরা। বিশ্ব মঞ্চে সব মিলিয়ে ১৮ ম্যাচে তাদের স্রেফ দ্বিতীয় জয় এটি। প্রথমটি ছিল ২০১৫ আসরে স্কটল্যান্ডের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post