স্পোর্টস ডেস্কঃ আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। সর্বমোট ১ কোটি মার্কিন ডলার (১০৯ কোটি ৭৩ লাখ টাকা) প্রাইজমানি থাকছে এবারের আসরে। গত জুলাইতে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় ঘোষণা দেয়া হয়েছে মেয়েদের বিশ্বকাপেও সমপরিমাণ প্রাইজমানি থাকবে। মেয়েদের বিশ্বকাপের আগামী আসর অনুষ্ঠিত হবে ২০২৫ সালে ভারতে।
এদিকে ছেলেদের ৫০ ওভারের বিশ্বকাপে প্রাইজমানি নিয়ে নিজেদের ওয়েবসাইটে অর্থের পরিমাণ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার (৪৩ কোটি ৮৯ লাখ টাকা)। রানার্স আপ দল পাবে ২০ লাখ ডলার (২১ কোটি ৯৪ লাখ টাকা)।
সেমিফাইনাল থেকে বাদ পড়া প্রতি দল পাবে ৮ লাখ ডলার (৮ কোটি ৭৮ লাখ টাকা)। গ্রুপপর্বে বিদায় নেওয়া ছয়টি দল পাবে ১ লাখ ডলার (১ কোটি নয় লাখ টাকা)। গ্রুপপর্বেও থাকছে প্রাইজমানি। এই পর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার (৪৩ লাখ ৮৯ হাজার টাকা)।
ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে ৭ অক্টোবর। বিশ্বকাপের মূল ম্যাচের শহর হলো, আহমেদাবাদ, মুম্বাই, কলকাতা, ধর্মশালা, হায়দ্রাবাদ, দিল্লী, চেন্নাই, লখনৌ, পুনে ও বেঙ্গালুরু। এর বাইরে বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ হবে গুয়াহাটি এবং থিরুভনাথপুরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০