বিশ্ব চ্যাম্পিয়ন মেসিদের এশিয়া সফরের সূচি প্রকাশ করলো আর্জেন্টিনা

0
71

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ সফরে আসার কথা ছিলো বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার। মাঠ প্রস্তুুত না থাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর্জেন্টিনাকে ঢাকায় আনতে পারেনি। তবে কাতার বিশ্বকাপ জয়ী দলটি টিকই ঢাকায় আসছে।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এশিয়া সফরের সূচি প্রকাশ করেছে। এশিয়ায় দু’টি ম্যাচ খেলবে আর্জেন্টাইনরা। মেসিরা আগামি ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। ১৯ জুন খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন জানিয়েছে, ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে চীনের বেইজিংয়ে। পরের ম্যাচটি হবে ইন্দোনেশিয়ার জাকার্তায়।

সাড়ে তিন দশক পর গত বছর বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে দলটি। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স হারায় মেসিরা। এরপর দু’টি ফিফা প্রীতি ম্যাচ খেলে। দু’টিতেই নিজেদের মাঠে জয় পায় আর্জেন্টিনা। পানামাকে ২-০ গোলে ও কুরাসাওকে ৭-০ গোলে উড়িয়ে দেয় দলটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here