বিশ্ব রেকর্ড গড়ার কাছে যেয়ে হারল নিউজিল্যান্ড

0
25

স্পোর্টস ডেস্কঃ তাসমান ডার্বিতে রেকর্ডের ছড়াছড়ি। রেকর্ডময় ম্যাচটিতে অস্ট্রেলিয়ার রান পাহাড় প্রায় টপকেই গিয়েছিল নিউজিল্যান্ড। তাতে জন্ম হতো বিশ্ব রেকর্ড। তবে সেটি হয় নি জিমি নিশাম রান আউটে সাজঘরে ফেরায়। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়ার কাছে যাওয়া কিউইরা শেষ পর্যন্ত ৫ রানে হেরেছে। ধর্মশালায় রোমাঞ্চে ঠাসা ম্যাচটিতে আগে ব্যাট করে ৩৮৮ রানের পাহাড়সম পুঁজি দাঁড় করায় অজিরা। সেই রান তাড়ায় শেষ বলে ম্যাচ হারে টম লাথামের দল।

৩৮৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭২ রান তুলতেই দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। ১৭ বলে ২৮ রান করে জস হ্যাজেলউডের বলে ফিরে যান ডেভন কনওয়ে। উইল ইয়াং করেন ৩৭ বলে ৩২ রান। তারপর ৯৬ রানের জুটি গড়েন রাচিন রবীন্দ্র এবং ড্যারিল মিচেল। ৫১ বলে ৫৪ রানের ইনিংস খেলে রাচিনকে ভালোভাবেই সঙ্গ দেন মিচেল। তারপর টম লাথামের সঙ্গেও ৫৪ রানের জুটি গড়েন রাচিন। লাথাম ২২ বলে ২১ রান করে ফিরে যাওয়ার কয়েক ওভার পর ফিরে যান ১৬ বলে ১২ রান করা গ্লেন ফিলিপস।

দলীয় ২৯৩ রানে ফিরে যাওয়ার আগে বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন রাচিন। ৮৯ বলে নয়টি চার ও পাঁচটি ছক্কায় ১১৬ রান করেন তিনি। শেষদিকে নিশামের ব্যাটে ভালোভাবেই লক্ষ্য তাড়ার পথে ছিল নিউজিল্যান্ড। যদিও শেষ ওভারে নিশাম রানআউট হয়ে ফিরে গেলে আর জিততে পারেনি কিউইরা। ৯ উইকেটে ৩৮৩ রানে থেমেছে তারা।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নেন অ্যাডাম জাম্পা, দুটি করে উইকেট নেন জস হ্যাজেলউড এবং প্যাট কামিন্স। এর আগে ব্যাট করতে নেমে চোট কাটিয়ে দলে ফিরে অজি ওপেনার ট্রাভিস হেড বিধ্বংসী শুরু করেন। ২৫ বলে ফিফটি করে বিশ্বকাপে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন। তার সঙ্গে ওপেনিং জুটিতে মাত্র ১৯.১ ওভারে ১৭৫ রানের জুটি দেন ডেভিড ওয়ার্নার। অভিজ্ঞ এই ওপেনার ৬৫ বলে ৮১ রানের ইনিংস খেলে আউট হন। তিনি ছয়টি ছক্কা ও পাঁচটি চারের শট খেলেন।

মাঠে ফিরেই সেঞ্চুরি করেন হেড। তার ব্যাট থেকে আসে ৬৭ বলে ১০৯ রানের ইনিংস। তিনি ১০টি চার ও সাতটি ছক্কার শট মারেন। তিনে নামা মিশেল মার্শ ৩৬ রান করেন। পরে ম্যাক্সওয়েল, জস ইংলিস ও প্যাট কামিন্সরা ঝড় তোলেন। ম্যাক্সওয়েল খেলেন ২৪ বলে দুটি ছক্কা ও পাঁচটি চারের শটে ৪১ রানের ইনিংস। ইংগলিস ২৮ বলে ৩৮ রান করেন। অধিনায়ক কামিন্স ১৪ বলে চারটি ছক্কা ও দুই চারে ৩৭ রানের ঝড় দেখান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here