স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া সাদা বলের সিরিজে পাকিস্তান দলে ফিরেছেন শাহিন আফ্রিদি। গত পিএসএলে লাহোর কালান্দার্সকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। তবে পিএসএল শেষে খেলেন নি আফগানিস্তান সিরিজে। বাঁহাতি এই বোলারসহ আফগানদের বিপক্ষে বিশ্রামে ছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটাররা। এবার কিউইদের বিপক্ষে সাদা বলের সিরিজে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা ফিরেছেন দলে।
আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে সমানসংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবে দু’দল। সবশেষ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়া শাদাব খান কিউইদের বিপক্ষে সাদা বলের সিরিজে থাকছেন সহ-অধিনায়ক হিসেবে। এছাড়া প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার ইহসানউল্লাহ। গত মাসে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে এই পাক পেসারের।
পাকিস্তান ও নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ সূচি-
১৪ এপ্রিল – ১ম টি-টোয়েন্টি, লাহোর।
১৫এপ্রিল – ২য় টি-টোয়েন্টি, লাহোর।
১৭ এপ্রিল – ৩য় টি-টোয়েন্টি, লাহোর।
২০ এপ্রিল – ৪র্থ টি-টোয়েন্টি, রাওয়ালপিন্ডি।
২৪ এপ্রিল – ৫ম টি-টোয়েন্টি, রাওয়ালপিন্ডি।
ওয়ানডে সিরিজ সূচি-
২৭ এপ্রিল – ১ম ওয়ানডে, রাওয়ালপিন্ডি।
২৯ এপ্রিল – ২য় ওয়ানডে, রাওয়ালপিন্ডি।
৩ মে – ৩য় ওয়ানডে, করাচি।
৫ মে – ৪র্থ ওয়ানডে, করাচি।
৭ মে – ৫ম ওয়ানডে, করাচি।
পাকিস্তানের টি-টোয়েন্টি দলঃ
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইহসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন আফ্রিদি, শান মাসুদ ও জামান খান।
পাকিস্তানের ওয়ানডে দলঃ
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হারিস সোহেল, ইহসানুল্লাহ, ইমাম-উল হক, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান। আলী আগা, শাহিন আফ্রিদি, শান মাসুদ ও উসামা মীর।
রিজার্ভ: আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ ও তৈয়ব তাহির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post