বিসিএলের শিরোপা লিটন-মাহমুদউল্লাহদের

0
78

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটের শিরোপা ঘরে তুলল বিসিবি নর্থ জোন। রোববার দিবারাত্রীর ম্যাচে আগে ব‌্যাটিং করে নর্থ জোন। মিরপুরে ফাইনালে ৮ উইকেটে ২৪৪ রানের মাঝারি মানের পুঁজি পায় তারা। লক্ষ‌্য তাড়ায় ভালো শুরুর পরও হোঁচট খায় সাউথ জোন। ৯ উইকেটে ২৪১ রানে থামে তাদের ইনিংস।

ফাইনালের নায়ক স্পিনার রাকিবুল হাসান। বাঁহাতি স্পিনার সাউথ জোনের ইনিংসের মাঝে এমন ধাক্কা দেন তাতেই সব শেষ। মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন ও রিপন মণ্ডল।

রান তাড়ায় অধিনায়ক এনামুল হক বিজয় ও জাকির হাসান শতরানের জুটি গড়েন। রান আউটে ফেরার আগে ৪২ রান করেন জাকির। বিজয় আউট হন ব্যক্তিগত ৫৯ রানে। নাসুম ৩৮ রান করেন। নাসিরের ব‌্যাট থেকে আসে ৬১ রান। নাসুম-নাসির জুটি ভাঙার পর আর কেউ লড়াই করতে পারেনি।

টস হেরে আগে ব্যাট করে নর্থ জোনের পুঁজি ৮ উইকেটে ২৪৪। সর্বোচ্চ ৬৮ রান ফজলে রাব্বির ব্যাটে। এ ছাড়া আকবর আলি ৪৪, রিয়াদ ৩৯ ও শামীম করেন ৩৭ রান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here