নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সকালে দুদকের একটি অভিযানিক দল মিরপুরের হোম অব ক্রিকেটে বিসিবি কার্যালয়ে প্রবেশ করে।
প্রায় ঘন্টাব্যাপী সময় ধরে বোর্ডের বিভিন্ন কাগজপত্র দেখে দুদকের অভিযানিক দল। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের হঠাৎ বিসিবিতে অভিযান পরিচালনা নিয়ে নানা গুঞ্জন উঠেছে।
জানা গেছে, দীর্ঘ দিন থেকেই বিসিবির তদন্তের দাবি জানানো হচ্ছে নানা পর্যায় থেকে। তবে আনুষ্ঠানিক ভাবে দুদক কখনো দুর্নীতির তদন্তে নামেনি। শেখ হাসিনার সরকারের বিদায়ের পর বিসিবি থেকে বিদায় হন নাজমুল হাসান পাপন। টানা দেড় দশক বিসিবিতে রাজত্ব করেছেন পাপন ও তার সহযোগীরা। তাদের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাতের নানা অভিযোগ উঠেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট বিক্রির টাকা ছয়নয় করা থেকে শুরু করে বিভিন্ন সিরিজ ও টুর্নামেন্টে ব্যাপক হারে দুর্নীতি করা হয়েছে। ধারণা করা হচ্ছে সেসবের তদন্ত করতেই ক্রিকেট বোর্ড অফিসে হানা দিয়েছে দুদকের দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০