স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একাধিক বিদেশী কোচ কাজ করছেন বিভিন্ন দায়িত্বে। এবার আরেক বিদেশী কোচ যোগ দিলেন বিসিবির বহরে। দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি নারী দলের জন্য ফিজিক্যাল পারফরম্যান্স কোচ নিয়োগ দিয়েছে।
ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। নিগার সুলতানাদের সঙ্গে কাজ করার জন্য আপাতত দুই বছরের চুক্তি করেছেন ইয়ান ডুররেন্ট। নারী ক্রিকেটাদেরকে নিয়ে কাজ করার বেশ অভিজ্ঞতা আছে এই বিদেশী কোচের।
ইয়ান এর আগে ইংল্যান্ডের নারী দলের সঙ্গে কাজ করেছেন। স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে ইংলিশ নারীদের সঙ্গে ছিলেন বেশ কয়েক বছর। এবার তিনি অভিজ্ঞতা কাজে লাগাবেন বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য।
টাইগ্রেসদের সঙ্গে কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত এই কোচ। তিনি বলেন, ‘বাংলাদেশ নারী ক্রিকেট দলে যুক্ত হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। আমি আমার নতুন চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছে। ’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post