স্পোর্টস ডেস্কঃ উন্নতির তাগিদে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থায় সংস্কারের দাবি জানালেন বরেণ্য কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। গত মাসে শুরু হওয়া শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পাল্টে গেছে দেশের সরকার প্রধান। শেখ হাসিনার পদত্যাগের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।
এরপর সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত প্রায় প্রতিটি অঙ্গনেই চলছে পদত্যাগ ও নতুন করে দায়িত্ব প্রদানের কাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) হয়তো তেমনটাই ঘটতে যাচ্ছে। বিসিবিতে সংস্কারের দাবি তুলেছেন দেশের স্বনামধন্য কোচ নাজমুল আবেদীন ফাহিম। শনিবার সাংবাদিকদের ফাহিম বলেন, ‘আমি যেহেতু কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। আমার মনে হয় না, বিসিবি খুব ডিসিপ্লিন একটা অর্গানাইজেশন।’
ফাহিম আরও বলেন, ‘যেটা বাইরে থেকে দেখে মনে করে কিংবা এর চাকচক্য দেখে মনে করে বিসিবি বোধহয় দারুণ একটা অর্গানাইজেশন। কিন্তু আমার মনে হয় যে বিসিবিতে যেটা সুযোগ ছিল সেগুলো কাজে লাগানো হয়নি। সেটা অনেক কারণেই হয়নি, অনেকের ভুলের কারণেও হয়নি। আমার মনে হয় যে, এখানে পরিবর্তন আনা দরকার। কাজের যে ধরণ, এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে ভেতরে। সেটার পরিবর্তন আনা দরকার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০