বিসিবির কাছে আফগানিস্তানের অনুরোধ, সিরিজের মাঝপথে যেতে চায় ভারতে

    0
    57

    স্পোর্টস ডেস্ক:: পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান দল। এক মাসেরও বেশি সময়ের এই সফরে দু’টি টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-২০ খেলার কথা ছিলো আফগানিস্তানের। তবে বিসিবি সেই সূচি ছোট করেছে। দুই টেস্টের বদলে এক টেস্ট এবং এক টি-২০ ম্যাচ কমানো হয়েছে।

    সিরিজের টেস্ট ম্যাচটি পরবর্তীতে খেলতে চায় বোর্ড। পূর্বের সূচিতে আফগানিস্তান দল ১০ জুন বাংলাদেশে এসে ১৬ জুলাই পর্যন্ত থাকার কথা ছিলো। তবে একটি টেস্ট ও একটি টি-২০ ম্যাচ কমে যাওয়ায় আফগানিস্তান নতুন একটি অনুরোধ করেছে বিসিবিকে। এক সঙ্গে পুরো সিরিজ নয়, দুই ভাগে সিরিজ শেষ করতে চায় তারা।

    ঈদের আগে বাংলাদেশে এসে একমাত্র টেস্ট খেলেত মধ্যখানে দলটি ভারত সফরে যেতে চায়। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে একটি টেস্ট খেলে আবার বাংলাদেশের এসে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে চাইছে এসিবি। আফগান ক্রিকেট বোর্ডের এই অনুরোধও অবশ্য রাখতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ এতে করে ঈদুল আযহার সময়টা ফাঁকা থাকবে, ক্রিকেটারদের ঈদের ছুটি দেওয়া যাবে। না হলে ঈদের সময়ও সিরিজ থাকতো।

    ১০জুনই ঢাকায় আসবে আফগানিস্তান। ১৪ জুন থেকে একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে চাইছে তারা। এরপর বিরতি নিয়ে যাবে ভারতে। সেখানে ঈদের সময় একটি টেস্ট খেলে ঈদের পর ঢাকায় আসতে চায় আফগানিস্তান। আফগানিস্তানের এই অনুরোধ বাংলাদেশ রক্ষা করছে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

    একটি করে টেস্ট ও টি-২০ কমে যাওয়ায় সিরিজের ভেন্যুতে পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেট। ইংল্যান্ডে থাকা বিসিবি পরিচালক মোহাম্মদ জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘আফগানিস্তানের দু’টা টেস্ট হওয়ার কথা ছিলো। একটা আমরা বাদ দিয়েছি। এখন টেসট একটা, তিনটা ওয়ানডে ও দু’টা টি-২০ ম্যাচ হবে। এটা সূচি। দু’এক দিনের মধ্যে চূড়ান্ত হবে ভেন্যু।’

    ঈদুল আজহার কারণে আফগানিস্তানের পরিকল্পনা বিসিবি সন্তুুষ্ট জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘এটা আগে থেকেই পরিকল্পনা ছিল। যেহেতু কোরবানির ঈদ আছে মাঝখানে। তারা চেয়েছে এখানে একটা সংস্করণ খেলে চলে যাবে ভারতো। সেখানে একটি সিরিজ আছে। ওটা খেলার জন্য যাবে। এখানে টেস্ট খেলে ঈদের সময় ভারতে চলে যাবে। ফিরে আসার ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে। ‘

    ভারতের সঙ্গে সিরিজটি আগে নিশ্চিত ছিলো না, ভারত এখন সূচি নিশ্চিত করায় আফগানিস্তান সিরিজটি খেলতে চাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, ‘তারা ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে খুব রোমাঞ্চিত ছিল। এটা কনফার্ম হচ্ছিল না, কনফার্ম হওয়ার পর অনুরোধ করেছে ওখানে খেলে এসে আবার এখানে খেলবে। এটা আমরা আগেই মেনেনিয়ৈছি। ঈদের সময় এমনিতেই আমাদের খেলোয়াড়দের ছুটি থাকবে। তখন তারা গেলে আমাদের আপত্তি ছিল না।’

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here