স্পাের্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচিং বহর প্রায় পুরোটাই বিদেশী। কোচদের বহরে এবার যুক্ত হলেন বার্মুডার একজন। দেশটির হয়ে ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ৫২ বছর বয়সী ডেভিড হ্যাম্পকে হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি)’র কোচের দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড।
বার্মুডার ডেভিড হ্যাম্প ইংলিশ কাউন্টি ক্রিকেটের দল গ্ল্যামারগন ও ওয়ালউইকশায়ারের একজন পারফর্মার ছিলেন। কোচিং ক্যারিয়ারে তিনি পাকিস্তানেও কাজ করেছেন। পিসিবির নারী দলের হেড কোচ ছিলেন।
বাংলাদেশ ক্রিকে বোর্ড এইচপির কোচ হিসেবে তার সঙ্গে দুই বছরের চু্ক্তি করেছে। চলতি মাসেই দায়িত্ব নিচ্ছেন তিনি। দুই বছরের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের জুনে। এই সময়ে তিনি এইচপি স্কোয়াডের দায়িত্ব সামলাবেন।
জাতীয় দলের ব্যস্ততা ও ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততায় বেশ কিছু দিন এইচপি স্কোয়াডের কার্যক্রম বন্ধ ছিলো। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে। আফগান সিরিজের আগে নেই জাতীয় দলের ব্যস্ততাও। ক্রিকেট বোর্ড তাই এইচপির প্রোগ্রাম শুরু করেছে। কাল থেকে শুরু হওয়া ক্যাম্প চলবে মিরপুরের হোম অব ক্রিকেটে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post