স্পোর্টস ডেস্ক:: এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্ট আয়োজনের জন্য মাঠ তৈরির দায়িত্ব পড়েছে বাংলাদেশের তিন কিউরেটের উপর। বিসিবির তিনজন ক্রিকেটার নেপালে এসিসি প্রিমিয়ার কাপ টুর্নামেন্টের প্রধান কিউরটেরও বাংলাদেশী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নেপালে টুর্নামেন্টটি আয়োজনের জন্য তিনজন কিউরেটের নিয়েছে। টুর্নামেন্টের ভেন্যু মুলপানি ক্রিকেট স্টেডিয়ামে তৈরি করেছেন বাংলাদেশের কিউরেটররা। প্রায় দেড় মাসের বেশি সময় ধরে তারা নেপালে অবস্থান করছেন।
মুলপানি স্টেডিয়ামের আউট ফিল্ড আর্ন্তজাতিক মানের করে তৈরি করেছেন, উইকেটও তৈরি করেছেন। সঙ্গে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে তাদের স্থানীয় একটি স্টেডিয়ামেও উইকেট, আউটফিল্ড তৈরি করেছেন তারা। এই কাজে প্রধান কিউরটরের দায়িত্ব পালন করছেন বিসিবির গ্রাউন্ডসম্যান আব্দুল্লাহ আল মামুন।
মামুন প্রধান কিউরটরের দায়িত্ব পালন করলেও তার সঙ্গে আছেন আরো দু’জন। বিসিবির কিউরেটর শফিউল আলম বেলাল ও সহযোগী কিউরেটর হুমায়ুন কবিররা এসিসির টুর্নামেন্টটির মাঠ তৈরি করে দিচ্ছেন।
নেপালে গিয়ে তারা সেখানকার গ্রাউন্ডসকর্মীদের প্রশিক্ষণও দিয়েছেন। দেশের বাইরে কাজ করতে পারায় উচ্ছ্বসিত আব্দুল্লাহ আল মামুন। বিসিবির প্রতি তিনি কৃতজ্ঞতাও জানিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০