নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাজমুল হাসান পাপন যুগের অবসান হলো আজ। গেল একযুগ ধরেই বাংলাদেশ ক্রিকেটের সর্বময় কর্তা হয়ে ছিলেন তিনি। বিসিবির বুধবারের বৈঠকের পর সেই পদ থেকে সরে গেলেন পাপন। তাঁর উত্তরসূরী হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
পাপন দায়িত্ব ছাড়ার পর বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক নির্বাচক ফারুক আহমেদ। বিসিবিতে আগে দুই মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন তিনি। ৫৮ বছর বয়সী ফারুক আহমেদ বাংলাদেশের পক্ষে ৭ টি ওয়ানডে খেলেছেন। ২০০৩ থেকে ২০০৭ অব্দি বাংলাদেশ দলের প্রধান নির্বাচক হিসাবে কাজ করা ফারুক আহমেদ ২০১৩ সালে দ্বিতীয় মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন। তবে ২০১৬ সালে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ফারুক এই দায়িত্ব নেয়ার ক্ষেত্রে আগে তাকে পরিচালক হিসেবে জায়গা করে নিতে হয়েছে। ফারুক আহমেদ বর্তমান বোর্ডের পরিচালক পদে ছিলেন না। এ কারণে তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক করে বিসিবিতে আনা হয়েছে। আর এরপরই বিসিবির বাকি পরিচালকদের ভোটে তাকে সভাপতিত্ব দেয়া হয়েছে। একদিন আগে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জালাল ইউনূস। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ছিলেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০