স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন বর্জন করা ক্লাবগুলো এবার নির্বাচন বন্ধে প্রধান উদপেষ্টার দ্বারস্থ হয়েছে। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বরাবরে স্মারকলিপি দিয়েছেন ক্লাব সংগঠকেরা। তাতে তারা চলমান বোর্ড নির্বাচন বন্ধের দাবি জানিয়েছেন।
স্মারকলিপি বলা হয়েছে, যুব ও ক্রীড়া উপদেষ্টা সুষ্টু নির্বাচন আয়োজন করতে পারেননি। উল্টো হস্তক্ষেপ করছেন। ফলে সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের স্মরণাপন্ন হলো ঢাকার ক্লাবগুলো। ক্লাব সংগঠকদের পক্ষে ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু স্বাক্ষরিত স্মারকলিপি আজ রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, বিসিবি নির্বাচন নিয়ে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা চলছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ হয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বারবার এসব বিষয় জানানোর পরও নির্বাচনের পরিবেশ ভালো হয়নি।
বিসিবির নির্বাচনকে ঘিরে উত্তাল ক্রিকেটাঙ্গন। দেশের ক্রিকেট ঘিরে যে উত্তেজনা ও অস্থিরতা সৃষ্টি হয়েছে, তা নিরসনে ক্রীড়া উপদেষ্টাকে কার্যকর উদ্যোগ নেয়া অর্থাৎ নির্বাচন পিছিয়ে নতুনভাবে আয়োজনের পরামর্শ দেওয়ার অনুরোধও জানানো হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০