স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন শফিউল আলম চৌধুরী নাদেল। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই আত্মগোপনে বিসিবির নারী উইংসের চেয়ারম্যানের দায়িত্বে থাকা নাদেল। তাই অনুমিতভাবে বিসিবি পরিচালক হিসেবে তার অধ্যায় শেষ হওয়ার আভাস মিলেছিল। অবশেষে সেটাই হলো, বিসিবি থেকে সরে দাঁড়িয়েছেন সদ্য সাবেক হওয়া এ বোর্ড পরিচালক।
এদিকে টানা দ্বিতীয় বারের মতো কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন নাদেল। একই সঙ্গে মৌলভীবাজার-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য ছিলেন তিনি। এদিকে আজকের বোর্ড সভাতেও আওয়ামী লীগের সঙ্গে সরাসরি জড়িত ও সম্পৃক্ত পরিচালকরা অংশ নেননি। এই তালিকায় আছেন- আ জ ম নাসির, নাঈমুর রহমান দুর্জয়, শেখ সোহেল, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা পাপ্পা, আহমেদ নজিব, মঞ্জুর কাদের ও ওবেদ নিজামসহ বেশ কয়েকজন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০