স্পোর্টস ডেস্ক: অভিজ্ঞ খেলোয়াড় নাসির হোসেন। ব্যাটিং অলরাউন্ডার নাসির স্পিনারও। মি. ফিনিশারখ্যাত এই অলরাউন্ডার অনিয়মিত জাতীয় দলের একাদশে। প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে বাংলাদেশ ২১ রানে হেরেছে।
নাসিরের জায়গায় দলে আসা মোশররফ হোসেন রুবেল ব্যর্থতার পরিচয় দিয়েছে, একই পথে হেটেছে আরেক অরাউন্ডার মোসাদ্দেক। ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিংয়ে এসে আউট হয়েছেন শুন্য রানে। তখনি আবারো নাসিরকে একাদশে নিয়ে আসার জন্য ফেসবুক চলছে জোর দাবি। অনেকে নাসিরকে দলের বাইরে রাখার সিদ্ধান্তের সমালোচনা করছেন।
কিন্তুু নাসিরের দলে প্রবেশ বেশ কঠীনই হবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও নাসিরকে একাদশে নেওয়ার সুযোগ না থাকারই কথা জানালেন।
শনিবার গণমাধ্যম কর্মীরা পাপনের কাছে নাসিরের একাদশে অন্তর্ভূক্তি নিয়ে জানতে চান। জবাবে পাপন বলেন ‘ওকে আনতে হবে মোশাররফ হোসেন রুবেলের জায়গায়। কেননা একজন (সাকিব) বাঁহাতি স্পিনার নিয়ে ইংল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে খেলা কঠিন। যেহেতু ইংল্যান্ডের চারজন ডানহাতি হিটার আছে তাই কাজটি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।’
আর মোশাররফ দলে এসেছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানেডতে তাইজুল ইসলামের জায়গায়। তাই নাসিরকে দলে ফেরানো সদিচ্ছা নির্বাচকদের সত্যিই থেকে থাকলে সেটা হতে পারে নবাগত মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায়। মোসোদ্দেক অফস্পিনার কাম ব্যাটনম্যান নাসিরও তাই।
ইংল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে নবাগত মোসাদ্দেকের জায়গায় নাসিরের মত অভিজ্ঞ অলরাউন্ডারের দলে জায়গা পাওয়া এখন সময়ের দাবী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০