স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের ফল হয় নি। ভারত আগে ব্যাট করতে পারলেও পাকিস্তানের আর মাঠে নামা হয় নি। ভেস্তে যায় ম্যাচ। শ্রীলঙ্কার বেরসিক বৃষ্টির মধ্যে আবার দুই পরাশক্তি মাঠের লড়াইয়ে নামছে।
সুপার ফোরের লড়াইয়ে দু’দলের ম্যাচে থাকছে রিজার্ভ ডে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সুপার ফোরে ১০ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
এদিকে সুপার ফোরে সমান সুযোগ বাংলাদেশ পাচ্ছে না দেখে হতাশা প্রকাশ করেছেন কোচ চান্ডিকা হাথুরুসিংহে। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি নিশ্চিত প্রতিটি দেশ থেকে প্রতিনিধি নিয়ে তৈরি করা একটি টেকনিক্যাল কমিটি আছে। ছয়টি দেশেরই লোক আছে ওখানে। তারা নিশ্চয়ই কোনো কারণে সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, এটা আদর্শ কিছু নয়। আমরাও একটা অতিরিক্ত দিন পেলে খুশি হতাম। এর বাইরে আমার খুব বেশি কিছু বলার নেই, কারণ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।’
ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে ভিন্ন একটি খবর। এশিয়া কাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী আর বিসিবির সম্মতিতেই রিজার্ভ ডে যোগ করা হয়েছে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এক টুইটবার্তায় বিসিবি জানায়, ‘এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে যুক্ত করা হয়েছে। যা এশিয়া কাপের প্লেয়িং কন্ডিশন বিবেচনায় কার্যকর উপায়ে সংশোধিত হয়েছে । অবস্থান স্পষ্ট করার জন্য জানান হচ্ছে, চারটি অংশগ্রহণকারী দল এবং এসিসির সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post