স্পোর্টস ডেস্ক:: অবশেষে ক্রিকেট বোর্ডের কর্তাদের সাথে বৈঠকে বসলেন তামিম ইকবাল। বোর্ড পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের প্রধান মোহাম্মদ জালাল ইউনুস এবং পরিচালক এনায়েত হোসেন সিরাজের সাথে রোববার বৈঠক হয়ছে তামিমের।
সেই বৈঠকে তামিম ইকবাল জানিয়ে দিয়েছেন তিনি এ বছর আর জাতীয় দলে ফিরছেন না। শুধুমাত্র ওয়ানডে ফরম্যাট খেলছেন। এ বছর জাতীয় দল ছয়টি ওয়ানডে ম্যাচ খেলবে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামিকাল থেকে।
বৈঠকে তামিম ইকবাল জানিয়েছেন, আগামি বছর চ্যাম্পিযন্স ট্রফি দিয়ে তিনি ফিরতে পারেন জাতীয় দলে। কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাথে তামিমের মত বিরোধ নিয়ে গুঞ্জন আছে বেশ। তামিম তার বেশ কিছু মতামতও জানিয়েছেন বোর্ড পরিচালকদের।
বিসিবির পরিচালকেরা তামিম ইকবালের এই সিদ্ধান্ত জানাবেন সভাপতি নাজমুল হাসান পাপনকে। এরপর বোর্ড সভাপতি কি সিদ্ধান্ত নেন সেটিই দেখার বিষয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post