নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আসলেন আজ। সোমবার মিরপুর বিসিবি কার্যালয়ে তাঁকে বরণ করে নিতে স্টেডিয়ামের সামনে প্ল্যাকার্ড হাতে একদল শিক্ষার্থী ২ নম্বর গেটে জড়ো হন।
এদিকে একই দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি দুপুর নাগাদ শেরেবাংলায় হাজির হন। তামিমকে নিয়েই বিসিবি প্রাঙ্গণ ঘুরে দেখেন ক্রীড়া উপদেষ্টা। এদিন বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ মাহমুদ। পরে মাঠে প্রবেশ করেন তিনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম জানান, বিসিবির অবকাঠামো, সুযোগ–সুবিধা পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিসিবিতে এসেছেন আসিফ। শেখ হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক পালাবদলের মুখে স্থবির হয়ে যাওয়া হোম অব ক্রিকেট হঠাৎই যেন জেগে উঠেছে। এর মধ্যেই বিসিবিতে উপস্থিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম।
আজ বেলা সাড়ে ১২টা নাগাদ বিসিবিতে আসেন ড্যাশিং ওপেনার তামিম। তাঁর বিসিবিতে আসার কারণ এখনো পরিষ্কার না হওয়া গেলেও জানা গেছে, কোনো অনুশীলন নয়, মিটিং করতেই এসেছেন তিনি। লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন টাইগার এই ওপেনার। এই সময়ে ফিট থাকলেও তিনি ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে রেখেছেন। সাবেক এই অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন বলেও কদিন আগে জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০