বিসিবি-গাজী টায়ার্স ক্রিকেট হান্টে সেরা সিলেটের দুই ক্রিকেটার

0
180

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও গাজীয় টায়ার্সের যৌথ উদ্যোগে আয়োজিত গাজী টায়ার্স ক্রিকেটার হান্টে সেরা স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সিলেটের দুই তরুণ পেসার। এদের মধ্যে আবার একজন পেসারদের মধ্যে সেরা হয়েছেন।

বুধবার শেষ হয়েছে হয়েছে গাজী টায়ার্স হান্টের কার্যক্রম। যেখানে দেশের ২৫ হাজার তরুণদের মধ্যে থেকে ২২ জনকে চূড়ান্ত ভাবে বেছে নিয়েছেন গাজী টায়ার্সের কোচ সালাউদ্দিন। তার সেরা ২২ জনের দু’জনই সিলেটের। তারা হলেন পেসার রাজা ও মামুন। তরুণ এ দুই পেসার সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টারের প্রশিক্ষণার্থী।

মুঠোফোনে ঢাকা থেকে এসএনপিস্পোর্টসকে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজা ও মামুন। রাজা বলেন, আল্লাহর রহমতে মা-বাবার দোয়ায় এতটুকু আসতে পেরেছি। খুভ লাগের। এই সুযোগটা কাজে লাগাতে চাই।

পেসার মামুন বলেন,  এ আনন্দ অন্যরকম। এটা কাউকে বলার মত নয়। খুবই ভালো লাগার সারা দেশের সেরা ২২ জনের এক জন হতে পেরেছি।

এদের মধ্যে রাজা পেসারদের মধ্যে সেরা হয়েছেন। চার ক্যাটাগরিতে চার জন সেরা ক্রিকেটার বাছাই করেছে গাজী টায়ার্স। ব্যাটসম্যান, পেস বোলার, স্পিন বোলাল ও উইকেট রক্ষক। পেসার ক্যাটাগরিতে নিজের প্রতিভা দিয়ে সরার স্থান নিজের নেন রাজা। মামুন রয়েছে সেরা ২২ জন।

সেরা ২ জনে থাকা মামুন সিলেট ক্রিকেটের ইতিহাসের একমাত্র বোলার। যিনি ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে প্রতিপক্ষের ৯ জন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান। গত বছর সিলেট দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে তিনি এই রেকর্ড করেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যৌথ উদ্যোগে তিন মাসের যাচাই-বাছাই শেষে দেশের ৮টি বিভাগের ২৫ হাজার তরুণ অংশগ্রহণকারীর ভেতর থেকে অবশেষে ২২ জনকে প্রতিভাবান ক্রিকেটারকে বাছাই করা হয়েছে।

বুধবার রাতে এক বর্ণাঢ্য আয়োজনে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘গ্র্যান্ড ফিনালে’অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ ক্রিকেটার্স হান্ট কার্যক্রমের।

এই ২২ জনের সবাই পাবেন আগামী ১ বছরের ‘গাজী গোলাম দস্তগীর ক্রিকেট স্কলারশিপ, ক্রিকেট কিট সেট, ৪ বছরের চুক্তি এবং বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ৪ বিজয়ী পাবেন ‍ুদেশের বাইরে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিভিন্ন সিরিজ দেখার সুযোগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিশেষ অতিথি ছিলেন গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী।

সেরা পেসার হওয়া রেজওয়ানুর রহমান রাজা সমানীনগর থানার পুরুয়া গ্রামে মখলিছুর রহমান। পেসার মামুন আহমদ সিলেটের পাঠাপাড়ার আব্দুল রশিদের ছেলে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here