স্পোর্টস ডেস্ক:: নাজমুল হাসান পাপন অবশেষে বিসিবি ছাড়ছেন। ক্রিকেট বোর্ডের এই সভাপতি আওয়ামীলীগ সরকারের নতুন মন্ত্রী সভায় জায়গা পেয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদের পূর্ণ মন্ত্রী হয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে শপথ নেবেন নাজমুল হাসান পাপন। মন্ত্রীত্বের ব্যস্ততা, ব্যসায়িক ব্যস্ততা সব মিলিয়ে ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালনের সুযোগ থাকবে না খুব একটা।
নাজমুল হাসান পাপন প্রায়ই গণমাধ্যমে বলতেন, তিনি বিসিবি ছাড়তে চান। ক্রিকেট বোর্ডের দায়িত্বে আসার পর নিজের অন্যান্য দায়িত্ব তিনি সঠিক মতো পালন করতে পারছেন না।
অবশেষে সেই সুযোগ এলো। নাজমুল হাসান মন্ত্রীত্বের দায়িত্ব নিয়ে ছাড়ছেন ক্রিকেট বোর্ড। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
নাজমুল হাসানের আমলে বাংলাদেশ দল অনেক সাফল্য পেয়েছে। আইসিসি রেঙ্কিংয়ে উন্নতির পাশাপাশি যুব বিশ্বকাপ, যুব এশিয়া ও নারী এশিয়া কাপ জিতেছেন বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post